1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই-আগস্টের বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে। মার্চে ২৯৮ ভুল তথ্য প্রচার, বাদ যাননি ড. ইউনূস-সেনাপ্রধান। সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ। ঈদ উদযাপনে মুমিনের করণীয়। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান! ১৭ বছর পর মানুষ শান্তিতে-স্বস্তিতে ও নতুন প্রত্যাশায় ঈদ করবে ——–বিএনপি নেতা মাহবুব চৌধুরী। পাচারের অর্থে দুবাইয়ে অট্টালিকা বাপ বেটার। ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্হার।

৩ বছর পর মাস্ককে হারিয়ে শীর্ষ ধনী বেজোস।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

বিশ্বের শীর্ষ ধনী কে—এমন প্রশ্ন করা হলে আমরা অনেকেই প্রথমেই ইলন মাস্কের কথা মনে করি। কারণ, বিগত দুই বছরে মাস্কই বেশির ভাগ সময় এই তকমা ধরে রেখেছিলেন। তবে এবার তাঁর কাছ থেকে শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ও মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিলিয়নের ইনডেক্সে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। সেই ইনডেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাস্ক ৩১ বিলিয়ন ডলার হারিয়েছেন। একই সময়ে বেজোস ২৩ বিলিয়ন ডলার উপার্জনে সক্ষম হয়েছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বৃদ্ধির কারণে বেজোসের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বেড়েছে। চলতি বছর অ্যামাজনের শেয়ারমূল্য এখন পর্যন্ত ১৭ শতাংশ বেড়েছে, যা গত বছরের থেকে প্রায় ৯০ শতাংশ বেশি। উল্লেখ্য, অ্যামাজনের ৯ শতাংশ শেয়ারের মালিক জেফ বেজোস।

এর আগে, জেফ বেজোস সর্বপ্রথম ২০১৭ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী হন। পরে ২০২১ সালে ইলন মাস্ক প্রথম হওয়ার আগ পর্যন্ত তিনি শীর্ষস্থান ধরে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট