প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ২:১১ পি.এম
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটির লংগদু ইমাম সমিতির র্যালি অনুষ্ঠিত।

মোহাম্মদ এরশাদ আলী,
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানিয়ে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় ইমাম সমিতির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
১১ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি উপজেলা কেন্দ্রীয় মসজিদ হতে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, রাবেতা জামে মসজিদের খতীব মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ ফোরকান আহম্মদ সহ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত