স্টাফ রিপোর্ট।
সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান এ আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।