স্টাফ রিপোর্ট।
গ্রেপ্তারের ভয়ে এক আত্মীয়ের বাসায় লুকিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আমুর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর পশ্চিম ধানমণ্ডি এলাকা থেকে আমুকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, পশ্চিম ধানমণ্ডি এলাকার এক আত্মীয়ের বাসায় তিনি লুকিয়ে ছিলেন।