স্টাফ রিপোর্ট।
র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই সংস্কারের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তন হতে যাচ্ছে।
জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়। যেখানে পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।
এ বিষয়ে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সুনামগঞ্জ ০২ আসনে সংসদ সদস্য প্রার্থী, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী বলেন সমস্যা পুরো সিস্টেমে, খাসলত পরিবর্তনে বাধ্য করতে হবে। পোশাক টা ও পরিবর্তন দরকার ছিল। চেয়ারে বসে লুট-পাট ও অবৈধ বল প্রয়োগ বন্ধে রিফর্মেশন জরুরি।
ক্ষমতার পালাবদলের পর অন্তত সপ্তাহ খানেক পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।