মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
মহামান্য হাইকোর্টের রিট অনুসারে পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার অবৈধ গড়ে উঠা দুটি ইটভাটাতে ভ্রাম্যমান আদালত অভিযানে গুড়িয়ে দেযা হয়েছে।
১৬ মার্চ (রবিবার) বেলা ১২ টায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) মোঃ কফিল উদ্দিন মাহমুদ উপজেলার মধ্যম বাইট্টাপাড়া ও আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ বটতলায় অবৈধ গড়েউঠা দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধি লঙগনের দায়ে এল,বি,এম, ব্রিকস ও কে,বি,এম, ব্রিকসে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে দুটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙ্গে দিয়ে ইটভাটা দুটি বন্ধ করে দেওয়া হয়।। এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর পাশাপাশি হাইকোর্ট পিটিশনের আদেশ সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।