স্টাফ রিপোর্ট
গতকালের সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে একটি বছরের ইতি হলো। সময়ের চাকা ঘুরে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। নতুন সূর্য উদিত হয়ে জানিয়ে দিল—বিদায় ১৪৩১, স্বাগত ১৪৩২। আজ পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, একটি নতুন সূচনা। এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি।
কৃষিসমাজ থেকে শুরু হলেও দিনে দিনে বৈশাখ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে নগরে, এমনকি বিদেশবিভুঁইয়ে। বাঙালির অস্তিত্ব যেখানে, সেখানেই নতুন বছরে বৈশাখ উদ্যাপিত হয়। এ যেন বাঙালির অস্তিত্বের পরিচয়। বর্ষবরণের এ স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণসঞ্চার করে প্রত্যেকের জীবনে।
বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ছায়ানট ভোরে রমনার বটমূলে ‘এসো, এসো, এসো হে বৈশাখ’—এই আগমনী গানে নতুন বছরকে আবাহন করবে।